সাংবাদিক জিসান আহমেদ নান্নুর সম্পাদনায় প্রকাশিত সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার নতুন ওয়েব সাইট উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে পত্রিকার অস্থায়ী কার্যালয়ে কচুয়া বাজারস্থ সুলতান ভূঁইয়া কমপ্লেক্সে পত্রিকার প্রধান সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. বোরহান উদ্দিন মজুমদার প্রধান অতিথি হিসেবে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিসান আহমেদ নান্নু,ওয়েব ডিজাইনার আহসান হাবীব সুমন, চীফ রির্পোটার মো. মাসুদ রানা,নিজস্ব প্রতিবেদক ইসমাইল হোসেন বিপ্লব ও ফয়সাল আহমেদ উপস্থিত ছিলেন। পত্রিকার সম্পাদক জিসান আহমেদ নান্নু বলেন, কচুয়া তথা দেশের মানুষের সুখ দুখের প্রতিফলন তুলে ধরতে শিকড় সংবাদ কাজ করে যাবে। পত্রিকার পাঠকগন প্রতিদিনের নিত্য নতুন ঘটনা জানতে িি.িংযরশড়ৎংড়হমনধফ.পড়স লাইক পেইজে ভিজিট করার আহ্বান জানান তিনি।
পত্রিকার প্রধান সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. বোরহান উদ্দিন মজুমদার বলেন, শুধু সাদামাটা সংবাদে সীমাবদ্ধ না থেকে নিত্য নতুন ও বিশেষ বিশেষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাপ্তাহিক শিকড় সংবাদ সাধারন মানুষের পক্ষে থেকে কাজ করে যাবে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট