কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী ১০৩নং পূর্ব মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সূবর্ণ জয়ন্তী ও বার্ষিক ক্রীড়া, সংস্কৃতিক পুরষ্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনভর শিক্ষার্থীদের অংশগ্রহনমূলক বিভিন্ন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।
বিদ্যালয়ের জমিদাতা সদস্য ও ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ বজলুল গনি রাসেল মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: শাহজাহান শিশির। বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: ইব্রাহীম খলিলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার, কচুয়া পৌর আওয়ামীলীগের সভাপতি আক্তার হোসেন সোহেল ভূঁইয়া, বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন প্রধান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইছহাক মিয়া ও ইউপি কাউছার প্রধানসহ প্রমুখ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট