চাঁদপুরের কচুয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ছোট-বড় ২০টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দোঘর পূর্বপাড়া মুন্সী বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় দেড় কোটি টাকা ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানান।
ক্ষতিগ্রস্থরা হলো, একই গ্রামের আবু জাফর,নবীর হোসেন মোশারফ,মোহাম্মদ হোসেন, করিম,রমিদ,শাহাদাত,বিল্লাল,মিজানুর রহমান,ইয়াছিন,রফিক মাষ্টার,জহির হোসেন।
ক্ষতিগ্রস্থরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মোশারফ হোসেনের ঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়লে অন্তত ২০টি ঘর পুড়ে যায়। খবর পেয়ে কচুয়া ও হাজীগঞ্জের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হয়। ততক্ষনে বসতঘরে থাকা নগদ টাকা,স্বর্নালঙ্কার,প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে প্রায় দেড় কোটি টাকা ক্ষতিসাধন হয়েছে। খবর পেয়ে ওইদিন রাতে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান,ইউপি চেয়ারম্যান নুরে আলম রিহাত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাদের খাদ্য সহায়তা প্রদান করা হয়।
ছবি: কচুয়ায় অগ্নিকান্ডে পুড়ে যাওয়া বসতঘর।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট