কচুয়া-গৌরিপুর মহাসড়কের দাউদকান্দির নতুন বাজার এলাকায় আল আরাফা বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার দুপুরে নতুন বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। গুরুতর আহতরা বর্তমানে দাউদকান্দির গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানান, ঢাকাগামী আল আরাফা বাসটি নতুন বাজার এলাকায় আসলে কচুয়াগামী বালুবাহী ট্রাকের মুখোমুখি সংর্ঘষে বাসের সামনের অংশ পুরো দুমড়ে মুচড়ে যায়। এতে বাসের চালকসহ অন্তত ৮জন গুরুতর আহত হয়েছে।
ছবি: বাস ও বালুবাহী ট্রাকে মুখোমুখি সংর্ঘষে দুমড়ে মুচড়ে আল আরাফা বাস।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট