সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কচুয়া উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে ২দিন ব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে কচুয়া উপজেলা জাতীয় পার্টির আয়োজনে বৃহস্পতিবার কচুয়া ডাকবাংলো রোড সংলগ্ন দরবার প্যারাডাউজ মার্টেকে উপজেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে সকাল ৯টায় হুসেইন মুহাম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করা হবে। দুপুর ২টায় রহিমানগর এলাকায় প্রয়াত সাবেক উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আব্দুর রহিমের কবর জিয়ারত,গুচ্ছগ্রামে দুপুর আড়াইটায় গরীব অসহায়দের মাঝে আর্থিক অনুদান প্রদান ও বিকাল ৩টায় নাউল আশ্রায়ন প্রকল্পে গরীব অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়ত প্রদান করা হবে। পরদিন ১৫ জুলাই শুক্রবার কচুয়া উপজেলার প্রতিটি ইউনিয়নের মসজিদে মসজিদে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হবে। উক্ত ২দিন ব্যাপী কর্মসূচি বাস্তবায়নে জাতীয় পার্টির বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের যোগদান করতে কচুয়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ¦ মুহাম্মদ রুহুল আমিন ও সদস্য সচিব অ্যাড. মো. মাঈন উদ্দিন মাইনু বিশেষ ভাবে অনুরোধ করেছেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট