সুদীর্ঘ টানা ৩৪ বছর ব্যাংকার জীবন শেষ করে অবসরে যাচ্ছেন কচুয়া উপজেলার পালাখাল জনতা ব্যাংক লি. শাখার সিনিয়র অফিসার মো. দেলোয়ার হোসেন। তিনি এলাকায় সকলের কাছে দেলোয়ার ক্যাশিয়ার নামে পরিচিত।
জানা গেছে, কচুয়া উপজেলার পালাখাল গ্রামের অধিবাসী প্রয়াত মো. আলফাজ উদ্দিনের পুত্র মো. দেলোয়ার হোসেন ১৯৮৮ সালের ১৬ নভেম্বর চট্টগ্রামের স্ট্যান্ড রোড এলাকায় ক্যাশিয়ার এলএডি পদে সর্বপ্রথম যোগদান করেন। পরবর্তীতে তিনি ১৯৯১ সালের ১৬ ই মার্চ চাঁদপুর আঞ্চলিক কার্যালয়ে যোগদান করেন এবং একই বছরের ২৮ আগষ্ট কচুয়ার পালাখাল বাজারস্থ জনতা ব্যাংক লি. শাখার সিনিয়র অফিসার হিসেবে সুনাম ও সততার সাথে দায়িত্ব পালন করেন। আগামী ১ জুলাই শুক্রবার তাঁর দীর্ঘদিনের কর্মস্থল পালাখাল জনতা ব্যাংক থেকে তিনি অবসরে যাচ্ছেন। ফলে আজ বৃহস্পতিবার তাঁর শেষ কর্মদিবস।
বিদায়ে যাওয়া পালাখাল জনতা ব্যাংক লিমিটেড সিনিয়র অফিসার (ক্যাশিয়ার) মো. দেলোয়ার হোসেন জানান, প্রায় ৩৪ বছর প্রিয় কর্মস্থল জনতা ব্যাংকে মানুষের সেবা দিয়েছি। সবসময় চেষ্টা করেছি ন্যায় নীতির মাধ্যমে মানুষকে সেবা দেয়ার। এখন অবসরে যাচ্ছি, বাকী জীবন কাটাতে সকলের দোয়া ও সহযোগিতা চাই।
জনতা ব্যাংক পালাখাল শাখার ব্যবস্থাপক মো. আকতার হোসেন জানান, দেলোয়ার হোসেন একজন দক্ষ ও অভিজ্ঞ সিনিয়র অফিসার ছিলেন। তিনি সবসময় হাসি মুখে গ্রাহকদের সেবা দিতেন। আজ তিনি অবসরে যাচ্ছেন। তাঁর এ অবসরে যাওয়া শূন্যতা আমরা সবসময় মনে রাখব। আমি দেলোয়ার হোসেন এর দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করছি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট