চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে ৫ম বারের মতো সভাপতি নির্বাচিত হলেন আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মো. আব্দুল খালেক তালুকদার। রবিবার এ উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলী আশ্রাফ খানের সভাপতিত্বে বিশেষ সভায় উপস্থিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ইঞ্জিনিয়ার আব্দুল খালেককে এক বাক্যে প্রস্তাব সমর্থন করেন। ফলে ইঞ্জিনিয়ার আব্দুল খালেক বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের টানা ৫ম বারের মতো সভাপতি নির্বাচিত হন। এসময় ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী মোল্লা,প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন সরকার,সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম,ম্যানেজিং কমিটির সদস্য সালাউদ্দিন মেম্বার,নাছির উদ্দিন,আব্দুল ওয়াদদু ও গিয়াস উদ্দিন মোল্লাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে নব নির্বাচিত সভাপতি ও সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট