কচুয়া উপজেলার দক্ষিন জনপদের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান চাঙ্গিনী নুরপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয়ের প্রথম পরিচিতি সভায় টানা চতুর্থবারের মতো নির্বাচিত সভাপতি অ্যাড. এমএ ইউসুফ পাটোয়ারীকে ফুলেল সংবর্ধনা দেয়া হয় এবং একই দিনে বিদ্যালয়ের নতুন বিদ্যুৎসাহী সদস্য মনোনীত করা হয়।
বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা যুবলীগের সহ-সম্পাদক অ্যাড. এমএ ইউসুফ পাটোয়ারীর সভাপতিত্বে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার খোঁজখবর নিয়ে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিশিষ্ট সমাজসেবক জমশের মাওলা চৌধুরী কল্লোল,অন্যান্যদের মধে বক্তব্য রাখেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাওলানা মো. আনোয়ার হোসেন, দাতা সদস্য মিজানুর রহমান, অভিভাবক সদস্য আবুল বাসার বাচ্চু,ইব্রাহিম খলিল,নাছির উদ্দিন,সাইফুল ইসলাম প্রমুখ। পরে বিদ্যালয়ের সকল সদস্য ও এলাকাবাসীর উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা আওরঙ্গজেব মানিককে ওই বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য পদে নির্বাচিত করা হয়।
কচুয়া: কচুয়ার চাঙ্গিনী নুরপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রথম সভায় সভাপতিকে ফুল দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন অতিথিবৃন্দ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট