কচুয়ায় বিশিষ্ট শিক্ষানুরাগী ও যশোর জেলার সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আমিনুল ইসলামের মা প্রয়াত বদরের নেছার ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজবাড়ী গ্রামের প্রয়াত সকল ব্যক্তিবর্গের স্মরনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুন) রাতে উপজেলার আলীয়ারা রাজবাড়ি জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এসময় যশোর জেলার সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আমিনুল ইসলাম,বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম,ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম,জাকের পার্টির কচুয়া উপজেলার শাখার সভাপতি সফিউল্যাহ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মরহুমের জান্নাতময় জীবন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ^ জাকের মঞ্জিলের খাদেম হাফেজ মাওলানা মো. আব্দুল হাই।
কচুয়া: কচুয়ায় রাজবাড়ী গ্রামে প্রয়াত বদরের নেছাসহ ব্যক্তিবর্গের স্মরনে দোয়া ও মোনাজাতরত মুসল্লিগন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট